১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়ল বিমান

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় জরুরি অবতরণ করতে গিয়ে হাইওয়েতে চলমান একটি গাড়ির ওপর আছড়ে পড়েছে ছোট একটি বিমান। সোমবার রাতে বিমানটিতে কারিগরি ত্রুটি দেখা দিলে ফ্লোরিডা হাইওয়েতে জরুরি অবতরণের চেষ্টা করে। এ ঘটনায় গাড়ির চালক সামান্য আহত হলেও অক্ষত আছেন বিমানের চালক ও যাত্রী।জানা গেছে, ছোট বিমানটিতে পাইলট ও এক আরোহী ছিলেন।
উড্ডয়নের পর পাইলট কন্ট্রোল রুমে জানান বিমানের ইঞ্জিনে সমস্যা হয়েছে। এসময় তিনি ফ্লোরিডার ব্যস্ততম মহাসড়কে জরুরি অবতরণের চেষ্টা করেন। তবে বিমানটি একটি চলমান গাড়ির ওপর আছড়ে পরে। এসময় বিমানের ধ্বংসাবশেষ পুরো মহাসড়কে ছড়িয়ে পড়ে।
বিমানটি যে গাড়ির ওপর আছড়ে পড়ে সেটি চালাচ্ছিলেন ৫৭ বছর বয়সী এক নারী। এসময় গাড়িটি সড়ক বিভাজকে ধাক্কা দেয়। তাকে দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নেওয়া হয় এবং পুলিশ জানিয়েছে তার শরীরে সামান্য আঘাত লেগেছে। বিমানের দুই আরোহী সম্পূর্ণ অক্ষত রয়েছেন বলে জানা গেছে।তবে ঠিক কী কারণে বিমানটি সড়কের মাঝে আছড়ে পড়েছে তা জানা যায়নি। তবে ফ্লোরিডা হাইওয়ে পেট্রোল জানিয়েছে, ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা জানতে অনুসন্ধান করবে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।সূত্র : ডেইলি মেইল।

আরও পড়ুন