৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চবির আশপাশের এলাকায় বড় অভিযান যৌথ বাহিনীর

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের রক্তক্ষয়ী সংঘর্ষের পর যৌথ অভিযান শুরু করতে যাচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ রবিবার (৩১ আগস্ট) বিকেল ৪টার দিকে ক্যাম্পাসের আশপাশে অন্তত ১০টি যৌথ বাহিনীর গাড়ি প্রবেশ করেছে। এ সময় পর্যন্ত র‌্যাব সেনাবাহিনীর সদস্যরা ক্যাম্পাসের আশপাশে অভিযানের প্রস্তুতি নিচ্ছেন।
গত আগে গতকাল শনিবার রাতে ভাড়া বাসার দারোয়ান এক ছাত্রীকে মারধর করেন—এমন অভিযোগকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজনের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে অন্তত দুই শতাধিত আহত হয়েছে।এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২ নম্বর গেট বাজারের পূর্ব সীমা থেকে পূর্ব দিকে রেলগেট পর্যন্ত রাস্তায় উভয় পাশে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। রবিবার দুপুর ২টা থেকে ১ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত এই ১৪৪ ধারা জারি করেছেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
ফৌজদারি কার্যবিধি ১৪৪ ধারার আদেশে বলা হয়েছে, উল্লেখিত সময়ে এই এলাকায় সকল প্রকার সভা সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও সব ধরনের দেশি অস্ত্র ইত্যাদি বহনসহ সংশ্লিষ্ট এলাকায় ৫ বা ততধিক ব্যক্তির একত্রে অবস্থান কিংবা চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

 

আরও পড়ুন