২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

চবিতে ১২ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় খেলার মাঠের পাশ থেকে একটি বার্মিজ অজগর উদ্ধার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সোসাইটি ফর স্নেক অ্যান্ড স্নেকবাইট অ্যাওয়ারনেস। সাপটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন ১৯ কেজি।শুক্রবার (২৪ মে) রাত সাড়ে ৮টায় শোভা কলোনির একটি বাড়ির সামনে থেকে সাপটি উদ্ধার করা হয়।
সাপটি উদ্ধারের পর বিশ্ববিদ্যালয়ের জঙ্গলে অবমুক্ত করেন সংগঠনটির সদস্যরা। তারা জানান, বিশাল আকারের সাপটি দেখতে পেয়ে ওই বাড়ির লোকজন দ্রুত তাদের সঙ্গে যোগাযোগ করেন। স্বেচ্ছাসেবী দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অবিষধর অজগরটি উদ্ধার করে লোকালয় থেকে নিরাপদ দূরত্বে ছেড়ে দেন।

আরও পড়ুন