চবি প্রতিনিধি: খাবার পানির সংকটে খালি বোতল হাতে নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘আলাওল হলের’ বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের আলাওল হলের গেইটের সামনে তারা অবস্থান নেন।আলাওল ছাত্রাবাসের শিক্ষার্থী চবি’র রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র ফাহিম ভুঁইয়া সারাবাংলাকে বলেন, ‘হলের সব ফিল্টার নষ্ট। খাবার পানির জন্য কখনো পাশের হলে যেতে হয়, কখনো কিনে আনতে হয়। বারবার প্রশাসনকে জানিয়েছি। কিন্তু উনারা কোনো সমাধান করছেন না। এজন্য বোতল হাতে নিয়ে বসেছি।’
চবি’র যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুর রহিম বলেন, ‘অনেকদিন ধরে খাবার পানি নিয়ে ভোগান্তিতে আছি। হল প্রশাসন বারবার আশ্বাস দেয়, কিন্তু সেটা পূরণ করে না।’এ বিষয়ে জানতে আলাওল হলের প্রভোস্ট এনামুল হককে একাধিক কল করেও সাড়া পাওয়া যায়নি।
