নিজস্ব প্রতিবেদক :”সকল নির্বাচনের পূর্বে দেশব্যাপী অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক বিরোধী অভিযান পরিচালনার” দাবীতে আজ শুক্রবার সকাল এগারোটায় চট্টগ্রাম-৯ আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) -র মনোনয়নপ্রাপ্ত এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা লায়ন হায়দার আলী চৌধুরীর আহ্বানে ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডে মোহাম্মদ সেকান্দরের সভাপতিত্বে এক নির্বাচনী উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির ভাষণে বীর মুক্তিযোদ্ধা লায়ন হায়দার আলী চৌধুরী বলেন, নির্বাচনকে সামনে রেখে বিগত কয়েকদিনে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় বেআইনি অস্ত্রধারীরা যে ধরণের হত্যাকাণ্ড ও সহিংসতা চালিয়েছে এবং চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ এরশাদ উল্লাহ গুরুতর আহত হয়েছেন, তাতে এমপি প্রার্থীদের ভোটের প্রচারণা চালাতে গিয়ে জীবননাশের আশংকা রয়েছে। তাছাড়া এই ধরনের সন্ত্রাসী ঘটনায় ভোটাররা ভীত সন্ত্রস্ত হয়ে ভোট বর্জনেরও আশংকা রয়েছে। তাই অনতিবিলম্বে সকল নির্বাচনের পূর্বে দেশব্যাপী থানা লুট হওয়া অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করার জোর দাবী জানাচ্ছি। সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন সর্বজনাব মাওলানা আহমদ শরীফ, মোখলেসুর রহমান, আরমান হোসেন, নারায়ণ দাশ, ফুলেছা বেগম, বিষূ বড়ুয়া, তপন কুমার দেব, আবদুল হামিদ ও শেখ আবুল কালাম হোসেন প্রমুখ।





