২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম-৯ আসনে এবি পার্টির মনোনয়ন পেলেন বীর মুক্তিযোদ্ধা লায়ন হায়দার আলী

নিজস্ব প্রতিবেদক: আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সহ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লায়ন হায়দার আলী চৌধুরীকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৯ (কোতোয়ালী, ডবলমুরিং, চান্দগাঁও ) আসনে ঈগল মার্কা প্রতীকে নির্বাচন করার জন্য এবি পার্টি-র মনোনয়ন পাওয়ায় শুক্রবার সকাল এগারোটায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে মাওলানা আবুল কালামের সভাপতিত্বে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি বীর মুক্তিযোদ্ধা লায়ন হায়দার আলী চৌধুরী বলেন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) একটি নতুন নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে আপামর জনসাধারণের মন জয় করতে সক্ষম হয়েছে। এবি পার্টির চেয়ারম্যান জননেতা মজিবর রহমান ভুঁইয়া মঞ্জু ও বিপ্লবী সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের তেজোদীপ্ত বলিষ্ঠ নেতৃত্বে এবি পার্টি আগামীতে দেশের দেশপ্রেমিক কৃষক, শ্রমিক ও অসহায় মানুষের মুক্তির লড়াইয়ে শক্তিশালী দায় ও দরদের রাজনৈতিক দল হিসেবে যুব ও তরুণ দের মন জয় করে সর্ববৃহৎ শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে তৈরি হবে। সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন মোঃ সবুজ মিয়া, নুরুল আলম, অজিত দে, মোঃ রতন মাঝি,
[সঞ্চিতা দে, মোঃ মাসুদ, কবির হোসেন, মুন্নি দাশ, পান্না আক্তার, আব্দুল হামিদ, আবদুল হান্নান ও মোঃ হারিছ মিয়া প্রমুখ।

 

আরও পড়ুন