২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম থেকে অপহৃত শিশু কুমিল্লায় উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগর থেকে অপহৃত শিশুকে কুমিল্লা থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারী সীমা আক্তারকেও গ্রেফতার করা হয়। গ্রেফতার সীমা আক্তার (৩২) হবিগঞ্জ জেলার সদর থানার ওমত নগর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। এর আগে শিশুটি নগরীর ডবলমুরিং থানা এলাকা থেকে অপহৃত হয়েছিল।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ জানান, গত ১ অক্টোবর বিকালে মনসুরাবাদ এলাকার ভাড়াঘর থেকে রুবেল নামে এক ব্যক্তির কন্যশিশুকে নিয়ে পালিয়ে যায় সীমা আক্তার নামে এক নারী। শিশুটিকে না পেয়ে তার পিতা থানায় অবগত করলে ঢাকা ও কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে আমরা অভিযান পরিচালনা করি। একপর্যায়ে সন্ধ্যা ৬টায় কুমিল্লা রেলওয়ে স্টেশন এলাকা থেকে সীমা আক্তারকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন