নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১০ জন। বৃহস্পতিবার (১৭ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।তিনি বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত ১০ জনের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১ জন এবং উপজেলার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।’
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, চট্টগ্রামে চলতি বছর ৬৩৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন তিন জন। চলতি জুলাই মাসে আক্রান্ত হন ১৯৪ জন। চলতি বছর আক্রান্তদের মধ্যে ২৯৪ জন নগরীর এবং ৩৪৫ জন জেলার অন্যান্য এলাকার বাসিন্দা। এ ছাড়াও আক্রান্তদের মধ্যে ৩৫৩ জন পুরুষ, ১৮১ জন নারী এবং ১০৫ জন শিশু রয়েছে।২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৪ হাজার ৩২৩ জন এবং মারা গেছেন ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হন ১৪ হাজার ৮৭ জন এবং মারা গেছেন ১০৭ জন। ২০২২ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৫ হাজার ৪৪৫ জন এবং মারা যান ৪১ জন।
