নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের হাটহাজারীতে আরিফ হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাবের চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের দুটি টিম অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মানিক (৪২) ও মো. জাহাঙ্গীর আলম ওরফে গিট্টু জাহাঙ্গীর (৪৫)।
র্যাব জানায়, ভুক্তভোগী আরিফ হোসেন হাটহাজারীর সন্দ্বীপ কলোনির জঙ্গল দক্ষিণ পাহাড়তলী এলাকার বাসিন্দা। এলাকায় মাদক ব্যবসা ও অবৈধভাবে মাটি কেটে জমি দখল করার প্রতিবাদ জানিয়ে আসছিলেন আরিফ ও স্থানীয় সাখাওয়াত হোসেনসহ অনেকে।
এলাকাবাসীর অভিযোগ- মহিউদ্দিন শিবলু নামের এক ব্যক্তি ও তার সহযোগীরা এসব অবৈধ কর্মকাণ্ড চালাতেন। প্রতিবাদ করায় তারা আরিফ ও সাখাওয়াতকে হত্যার হুমকি দেয়।
র্যাব জানায়, গত ৮ জুন রাতে মহিউদ্দিন শিবলু ও তার সহযোগীরা ১টি সিএনজি ও ৩টি মোটরসাইকেলযোগে সন্দ্বীপ কলোনির প্রধান সড়কে গিয়ে আরিফ ও সাখাওয়াতকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় আরিফ পালানোর চেষ্টা করলে তার পেটে ও শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। গুলিতে আহত আরিফকে স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ জুন তিনি মারা যান।এ ঘটনায় নিহত আরিফ হোসেনের মা বাদী হয়ে ১২ জুন হাটহাজারী থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় তিনজনকে নামীয় এবং ৬-৭ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম র্যাবে কর্মরত সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন। তিনি বলেন, মামলার পর র্যাব আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি শুরু করে। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে ১৪ জুন চট্টগ্রাম শহরের বায়েজিদ বোস্তামী থানার জালালাবাদ এলাকা থেকে মো. মানিককে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার বাঙ্গরা বাজার থানার কাকাতুয়া এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলম ওরফে গিট্টু জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।
