অনলাইন ডেস্ক: চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী শহিদুল ইসলাম বুইশ্যাকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। রবিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে দুই নম্বর গেট ফিনলে স্কয়ার মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।গ্রেপ্তার শহিদুল ইসলাম বুইশ্যা (৩৫) ভোলা জেলার দৌলতখান থানার ভাণ্ডারী বাড়ির মোহাম্মদ আলীর ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার পশ্চিম ষোলশহর এলাকার বদিউল আলম গলিতে বসবাস করেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন জানিয়েছেন, শহিদুল ইসলাম বুইশ্যার বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। সর্বশেষ গ্রেপ্তারের ঘটনায় বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।
পুলিশের তথ্য অনুযায়ী, পাঁচলাইশ ও চান্দগাঁও থানায় অস্ত্র ও মাদক আইনে তার বিরুদ্ধে কমপক্ষে ১৯টি মামলা রয়েছে। চাঁদাবাজি, জমি দখল ও ছিনতাইসহ নানা অভিযোগেও তার নাম রয়েছে।
পাঁচলাইশ ও চান্দগাঁও এলাকা ঘিরে বুইশ্যার নেতৃত্বে একটি সংঘবদ্ধ অপরাধচক্র সক্রিয় থাকার অভিযোগ দীর্ঘদিনের। পুলিশের একাধিক অভিযানে তাদের একাধিকজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।২০২২ সালে গ্রেপ্তার হয়ে তিনি দীর্ঘ সময় কারাভোগ করেন। পরে জামিনে মুক্তি পেয়ে আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।





