নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে নতুন করে দুইজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। শুক্রবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নগরীর একটি বেসরকারি রোগ নিরুপণ কেন্দ্রে করা পরীক্ষায় দুইজনের করোনাভাইরাস পজিটিভ হযেছে।
নতুন করে সংক্রমিত দুইজনই চট্টগ্রাম মহানগর এলাকার বাসিন্দা। গত ২৪ ঘন্টায় নতুন দুইজনসহ চলতি বছরে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো ৮ জনে।এর মধ্যে মহানগর এলাকায় ৭ জন এবং শহরের বাইরের একজন আছেন।
এদিকে, দেশে করোনভাইরাসের সংক্রমণ যখন নতুন করে বাড়তে শুরু করেছে, চট্টগ্রামের আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউ সেবা তখন বন্ধ।
স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীলরা বলছেন, ১৮টি আইসিইউ বেড থাকলেও এ হাসপাতালের সবগুলো ভেন্টিলেটর নষ্ট। সে কারণে গত এপ্রিল মাসের শুরু থেকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রটি কার্যত বন্ধ রয়েছে।অথচ কোভিড আক্রান্তদের চিকিৎসার জন্য চট্টগ্রামে এ হাসপাতালকেই ‘ডেডিকেটেড’ করা হয়েছে।অন্যদিকে, ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) পাঁচটি আইসিইউ শয্যা থাকলেও নেই ভেন্টিলেটর সুবিধা।
