৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে ডেঙ্গুতে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

অনলাইন ডেস্ক : চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মুসলেহ শাফী নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মুসলেহ শাফী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের ছাত্র বলে জানা গেছে।শুক্রবার (৭ নভেম্বর) ভোরে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি সীতাকুণ্ড উপজেলার চৌধুরী পাড়ায়।জানা গেছে, প্রায় দুই মাস ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন। প্রথমে তার জন্ডিস ধরা পড়ে, পরে ডেঙ্গুতে আক্রান্ত হন। ক্যাম্পাসে আতর বিক্রি ও বইয়ের দোকান পরিচালনা করতেন তিনি।বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আশিকুর রহমান খান। তিনি বলেন, একজন দায়িত্বশীল ও মেধাবী ছাত্র ছিল মুসলেহ । তার মৃত্যু আমাদের জন্য বড় শূন্যতা।

আরও পড়ুন