অনলাইন ডেস্ক: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। এতে জামায়াত নেতারা অভিযোগ করেছেন, এনসিপি নেতাদের হত্যার উদ্দেশ্যে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা এ হামলা চালিয়েছে।বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত সাতকানিয়ার কেরাণীহাট চত্বরে এবং নগর জামায়াত নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে এ কর্মসূচি পালন করে।সাতকানিয়ায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদের দোসররা গোপালগঞ্জে এনসিপির নেতাদের হত্যার উদ্দেশ্যে তাদের গাড়িতে হামলা করে। এর পর তাদের অবস্থানস্থল এসপি অফিসেও হামলা চালায়। সন্ত্রাসীদের হামলায় এনসিপির বহু নেতাকর্মী ও সাধারণ জনগণ আহত হয়েছেন। ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। একইসঙ্গে যারা নারকীয় এ ঘটনা ঘটিয়েছে, আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করেছে, অবিলম্বে তাদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে হবে।’
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি বদরুল হকের সঞ্চালনায় সমাবেশে সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, জাফর সাদেক, মুহাম্মদ জাকারিয়া, নুরুল হোসাইন বক্তব্য দেন।এদিকে বৃহস্পতিবার বিকেলে নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরের সমাবেশে বক্তব্য দেন নগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে জামায়াতের নেতাকর্মীরা নগরীর বিভিন্ন সড়কে যান।
