নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে গত একদিনে করোনাভাইরাস আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।সোমবার দুপুরে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত মো. মুজিবুর রহমান মারা গেছেন। তিনি ডায়বেটিস এবং নিউমোনিয়াতেও ভুগছিলেন।৫৫ মো. মুজিবুর রহমান চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি এলাকার বাসিন্দা। এ নিয়ে গত দেড় মাসে কোভিডে জেলায় ৯ জনের মৃত্যু হল।
জেলা সিভিল সার্জন কার্যালয় বলছে, শেষ ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে কোভিড সংক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত জেলায় ২১৭ জন রোগী শনাক্ত হয়েছে। যাদের মধ্যে ১৯৫ জন নগরীর বাসিন্দা। বাকিরা বিভিন্ন উপজেলার বাসিন্দা।কোভিড আক্রান্ত হয়ে নিহত ৯ জনের মধ্যে ৪ জন নগরীর, ৪ জন বিভিন্ন উপজেলার এবং একজন নোয়াখালীর বাসিন্দা।
