১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে আন্তর্জাতিক হেপাটোলজি সম্মেলন রোববার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে আন্তর্জাতিক হেপাটোলজি সম্মেলনের ঊনবিংশতম আসর বসছে আগামী রোববার। লিভার রোগ বিষয়ক দেশের শীর্ষ পেশাজীবী সংগঠন এসোসিয়েশন ফর দ্য স্টাডি অব লিভার ডিজিজেস বাংলাদেশ (এএসএলডিবি) এই সম্মেলন আয়োজন করছে। সম্মেলনের সহ-আয়োজক হেপাটোলজি সোসাইটি ঢাকা। সম্মেলনের এবারের প্রতিপাদ্য ‘হেপাটোলজি বা লিভার রোগ চিকিৎসা ব্যবস্থাপনায় নতুন দৃষ্টিভঙ্গি’। বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজের একাডেমিক ভবনের মিনি কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে এ আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ সময় চট্টগ্রাম মেডিকেল কলেজের হেপাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এ বি এম আদনান এবং ডা. মুশফিকুল আবরার বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে এএসএলডিবি ও সম্মেলন আয়োজক কমিটির সাধারণ সম্পাদক ডা. আবদুল্লাহ আল মাহমুদ বলেন, এবারের সম্মেলনে হেপাটাইসিস বি ও সি, লিভার সিরোসিস, ফ্যাটি লিভার রোগ, লিভার ক্যান্সার, লিভার প্রতিস্থাপন, ইআরসিপি, রোগী নিরাপত্তা ও সংক্রমণ নিয়ন্ত্রণ, গর্ভকালীন লিভার রোগের চিকিৎসা ব্যবস্থাপনা, লিভারের চিকিৎসায় সার্জারির ভূমিকা এমন জাতীয় ও বৈশ্বিক স্বাস্থ্য লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ ১২টি বিষয় নিয়ে দেশি ও বিদেশি বিশেষজ্ঞরা তাদের অভিজ্ঞতা ও গবেষণালব্দ জ্ঞান তুলে ধরবেন।
তিনি বলেন, এই আন্তর্জাতিক সম্মেলনে হেপাটোলজিস্ট, গ্যাস্ট্রো এন্টেরোলজিস্ট, সার্জন, গবেষক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ছাড়াও পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকগণ অংশগ্রহণ করবেন। বৈজ্ঞানিক কর্মসূচির মধ্যে থাকবে প্লেনারি সেশন, সিম্পোজিয়াম ও প্যানেল আলোচনা।
এই সম্মেলনের মাধ্যমে চিকিৎসা বিষয়ক বৈজ্ঞানিক তথ্য ও অভিজ্ঞতা বিনিময়, আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবং লিভার রোগ ব্যবস্থাপনায় টেকসই দক্ষতা বৃদ্ধি করাই লক্ষ্য বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। ডা. মাহমুদ বলেন, সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের হেপাটোলজি ক্ষেত্রে অগ্রগতি ও সক্ষমতা তুলে ধরা হবে।
রোববার সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। এএসএলডিবির সভাপতি এবং বাংলাদেশে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি থাকবেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দীন।

আরও পড়ুন