১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামের কালুরঘাট সেতুতে ট্রেনে কাটা পড়ে আহত-১

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে কালুরঘাটে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। রোববার দুপুরে সেতুর পশ্চিম প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে সূত্র জানায়, দুপুর ১২টার দিকে আনুমানিক ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি হঠাৎ রেললাইনে উঠে পড়েন। তখন দ্রুতগতিতে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে তিনি গুরুতর আহত হন।
কালুরঘাট এলাকায় উপস্থিত এক প্রত্যক্ষদর্শী বলেন, লোকটিকে আমরা হঠাৎ ট্রেনের সামনে যেতে দেখি। কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় আমরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করি। ঘটনার সত্যতা নিশ্চিত করে জান আলী হাট রেলওয়ে স্টেশন মাস্টার নেজাম উদ্দিন জানান, আহত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন