২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চউক’র অভিযানে নকশাবহির্ভূত ৫ ভবন ভেঙ্গে ২০ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: নকশাবহির্ভূত ভবনের বিরুদ্ধে আবারও অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। মঙ্গলবার চট্টগ্রাম নগরের পতেঙ্গা, ইপিজেড ও বন্দর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নকশা না মেনে তৈরি করা পাঁচটি ভবন ভাঙার পাশাপাশি ভবন মালিকদের থেকে ২০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন চউকের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) মোহাম্মদ নজরুল ইসলাম ও অথরাইজড অফিসার-০২ তানজিব হোসেন।
অথরাইজড অফিসার তানজিব হোসেন বলেন, চট্টগ্রাম মহানগরকে পরিকল্পিত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পতেঙ্গা, ইপিজেড ও বন্দর এলাকায় চউক কর্তৃক ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালিত হয়। অনুমোদিত নকশার ব্যত্যয় করে অবৈধভাবে নির্মিত ভবনসমূহের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে আরো অংশ নেন সিডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ইমারত নির্মাণ কমিটির চেয়ারম্যান এ. জি. এম. সেলিম, সহকারী অথরাইজড অফিসার মোহাম্মদ ইলিয়াছ আক্তার, মো. হামিদুল হক, ইমারত পরিদর্শক মো. তোফায়েল হোসেন, বিমান বড়ুয়া, এ এস এম মিজান, মো. শাহদাত হোসাইন, সৈকত চন্দ্র পাল, গৌরাঙ্গ চন্দ্র পাল এবং চউকের ম্যাজিস্ট্রেট শাখার অফিস সহায়ক মিথু চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন