১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

গ্যাস ট্যাংকারের ভয়াবহ বিস্ফোরণে নিহত ৪, আহত ৯০

অনলাইন ডেস্ক : মেক্সিকো সিটিতে একটি গ্যাস বহনকারী ট্রাক বিস্ফোরিত হয়ে চারজন নিহত এবং ৯০ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছেন। মেক্সিকো সিটির ইস্তাপালাপা এলাকায় বুধবার এই বিস্ফোরণের ফলে ব্যাপক ক্ষতি ও বিশৃঙ্খলাও তৈরি হয়েছে। ট্রাকটি একটি সেতুর নিচে উল্টে যায় এবং বিস্ফোরিত হয়।এ ঘটনায় ১৯ জনের শরীরে দ্বিতীয় ও তৃতীয় ডিগ্রির পোড়া রয়েছে বলে জানিয়েছেন মেক্সিকো সিটি মেয়র ক্লারা ব্রুগাডা।আহতদের শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে, যেখানে আতঙ্কিত আত্মীয়রা তাদের প্রিয়জনের খোঁজে ভিড় জমিয়েছিলেন। মেয়র এক্স-এ মৃত ও আহতের সংখ্যার আপডেট জানান এবং আহতদের মধ্যে ১০ জনকে হাসপাতাল থেকে ছাড়া দেওয়া হয়। টেলিভিশন ও সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে বিস্ফোরণের মুহূর্তের দৃশ্য দেখা গেছে।সেখানে কেউ কেউ গুরুতর দগ্ধ অবস্থায়, আবার কেউ দ্রুত ছড়িয়ে পড়া আগুন থেকে দৌড়ে পালাচ্ছেন। দমকলকর্মীরা পরে আগুন নিয়ন্ত্রণে আনেন।নিরাপত্তা সচিব পাবলো ভাজকেজ সাংবাদিকদের বলেন, নজরদারি ক্যামেরার ফুটেজে দেখা গেছে ‘অনেকে আগুন লাগা অবস্থায় গাড়ি থেকে বের হচ্ছেন।’ বিস্ফোরণে আরো প্রায় ২৮টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।
শত শত প্যারামেডিক ও সেনারা কিছু আহতকে হেলিকপ্টারে করে সরিয়ে নেয়। ছবিতে দেখা গেছে ৪৯ হাজার ৫০০ লিটার গ্যাস বহনকারী ট্রাকটি উল্টে গেছে এবং আগুনে ট্রাকটি পুড়ে গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ট্রাকটির অপারেটিং পারমিট ঠিক ছিল না। একটি ফেডারেল নিরাপত্তা সংস্থা জানিয়েছে, গাড়ির মালিক থেকে প্রয়োজনীয় বীমা নথি তারা পাননি।
মেক্সিকোতে জ্বালানি ট্রাক ও হাইড্রোকার্বন অবকাঠামোরত দূর্ঘটনা নতুন নয়। এর মধ্যে সবচেয়ে ভয়াবহটি ঘটেছিল ২০১৯ সালের জানুয়ারিতে। হিদালগো রাজ্যের ত্লাহুয়েলিলপান শহরে একটি গ্যাস পাইপলাইনে চুরির সময় আগুন লেগে বিস্ফোরণ ঘটে এবং ১৩৭ জন নিহত হন।সূত্র : এএফপি।

আরও পড়ুন