৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

গোলাগুলিতে ছাত্রদল কর্মী নিহতের ঘটনায় গ্রেফতার আরও ২

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন এক্সেস রোড এলাকায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল কর্মী মো.সাজ্জাদ নিহতের ঘটনায় দায়ের করা মামলায় আরও ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে এদের গ্রেফতার করা হয। এদের তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- মো. ইব্রাহিমের ছেলে ইউসুফ প্রকাশ হিরন (২৫) ও মৃত আনু মিয়ার ছেলে রিয়াজ করিম (৩৩)। ইউসুফ প্রকাশ হিরন ওই মামলার ৫ নম্বর ও রিয়াজ করিম ১০ নম্বর আসামি। এর আগে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে একই মামলায় এজাহারভুক্ত ছয়জনসহ আসামিসহ মোট আটজনকে গ্রেফতার করা হয়েছিল।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় চান্দগাঁও থানাধীন মীর বাড়ি এলাকা থেকে ইউসুফ প্রকাশ হিরনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেখানো মতে বাকলিয়া থানাধীন সুরভী আবাসিক এলাকা (খালপাড়) এসবিএন এন্টারপ্রাইজ নামীয় কনস্ট্রাকশন সামগ্রী বিক্রির অফিস থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত স্পেনের তৈরি একটি পিস্তল, একটি গুলি এবং একটি গুলির খোসা উদ্ধার করা হয়। পরে পটিয়া উপজেলার জঙ্গলখাইন এলাকা থেকে রিয়াজ করিমকে গ্রেফতার করা হয়।
গত ২৮ অক্টোবর নিহত সাজ্জাদের বাবা মো.আলম বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

আরও পড়ুন