অনলাইন ডেস্ক: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রার আগে পুলিশের গাড়িতে আগুনের পর এবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতেও হামলার ঘটনা ঘটেছে।হামলায় আহত হয়েছেন গাড়িটির চালক।
বুধবার বেলা ১১টার কিছু পর গোপালগঞ্জ টেকেরহাট সড়কের কংশুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান।তিনি বলেন, বেলা ১১টার দিকে স্থানীয়রা টেকেরহাট সড়কে ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে তিনি সেখানে যান। সেখানে একপর্যায়ে তার গাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় গাড়িচালক মইন আহত হন।এর আগে সকালে গোপালগঞ্জ সদর উপজেলায় পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাত্রলীগকে দায়ী করেছে পুলিশ।
সদর থানার ওসি সাজেদুর রহমান বলেন, “জুলাই পদযাত্রার অংশ হিসেবে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের আগমনের কথা রয়েছে।
“এই পদযাত্রা বানচালের জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকেরা সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছে ও ভাঙচুর করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।”এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি বলে এ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।এছাড়া, গোপালগঞ্জ কোটালীপাড়া সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি নামক স্থানেও স্থানীয়রা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে বলে খবর পাওয়া গেছে।
এদিকে, কোটালীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি বা আশেপাশে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই প্রবেশপথে সাঁজোয়া যান নিয়ে অবস্থান নিয়েছে সেনাবাহিনীর সদস্যরা।
