১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

গোপালগঞ্জে জুলাই পদযাত্রার আগে পুলিশের গাড়িতে ‘ছাত্রলীগের’ আগুন

অনলাইন ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রার আগে গোপালগঞ্জ সদর উপজেলায় পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।এ ঘটনায় ছাত্রলীগকে দায়ী করেছে পুলিশ।বুধবার (১৬ জুলাই) সকালে সদরের উলপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান জানিয়েছেন।
চলতি মাসের প্রথম দিন থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। এরমধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি।
মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা ১১টায় গোপালগঞ্জে পদযাত্রা করার কথা ছিল তাদের। এর আগেই পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটল।
ওসি সাজেদুর রহমান বলেন, জুলাই পদযাত্রার অংশ হিসেবে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের আগমনের কথা রয়েছে।এই পদযাত্রা বানচালের জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকেরা সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছে ও ভাঙচুর করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি বলে এ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

আরও পড়ুন