অনলাইন ডেস্ক: কারাবন্দি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত চিকিৎসা ও জামিনের জন্য আবেদন করেছে তার পরিবার। শুক্রবার (২৫ জুলাই) স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আবেদন করেন মোশাররফ হোসেনের স্ত্রী আয়েশা সুলতানা। মোশাররফ হোসেনের স্ত্রী আয়েশা সুলতানা বলেন, তিনি (ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন) হৃদরোগসহ জটিল রোগে আক্রান্ত। ইতোমধ্যে তার হার্টে তিনটি রিং পরানো হয়েছে। তার বয়স এখন ৮৩ বছর। গত দুই-তিন বছর ধরে তিনি ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না। বিনা চিকিৎসায় তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে। এর আগেও কারাগারে থাকা অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করাতে হয়। তার চিকিৎসা ও জামিনের আবেদন জানাই।
স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে করা আবেদনে বলা হয়, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গত বছর পটপরিবর্তনের পর দেশে ছিলেন, তাকে জামিনে মুক্তি দিলে দেশেই থাকবেন। উনার দ্রুত সু- চিকিৎসার প্রয়োজন। দীর্ঘদিন ধরে নানাবিধ জটিল রোগাক্রান্ত হওয়ার দরুণ তিনি দুজন সহকারীর সহায়তা ছাড়া চলাফেরাই করতে পারেন না। কারাগারে আটকে থেকে তিনি ধীরে ধীরে মারাত্মক অসুস্থ হয়ে পড়ছেন। তাই আপনার প্রতি সবিনয় আর্জি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে দ্রুত সুচিকিৎসা প্রদান করা হোক এবং তার পরিবারের জিম্মায় জামিন দিলে আমরা দ্রুত তার চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে ইচ্ছুক। ইঞ্জিনিয়ার মোশাররফকে গত বছরের ২৭ অক্টোবর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। চট্টগ্রাম-১ আসন থেকে তিনি সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন।-বিজ্ঞপ্তি
