১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক খুনের ঘটনায় গ্রেফতার-১

অনলাইন ডেস্ক: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়ন বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক ইলিয়াস মিয়াকে খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১০ জুন) বিকালে গ্রেফতার মজিবর রহমানকে আদালতে পাঠানো হয়। এর আগে সোমবার (৯ জুন) তাকে গ্রেফতার করে পুলিশ।নিহত ইলিয়াস মিয়া উক্ত ইউনিয়নের রামভদ্র (খানাবাড়ি) গ্রামের মৃত আব্দুল ব্যাপারীর ছেলে। এ ঘটনায় গ্রেফতার মজিবর রহমান (৭৫) ইলিয়াস মিয়ার চাচা।
ইলিয়াস মিয়া গত শনিবার (৭ জুন) বিকেলে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর আগের রাতে (বৃহস্পতিবার রাতে) মাছের খামার থেকে বাড়ি ফেরার সময় গান্ডার বিলের ধারে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা ব্যাপক মারপিট করলে ইলিয়াস মিয়ার চিৎকারে অন্যান্য লোকজন ছুটে আসতে দেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় ইলিয়াস মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান স্থানীয়রা। এ সময় স্থানীয়দের কাছে কয়েকজনের নাম উল্লেখ করেন নিহত ইলিয়াস মিয়া।রোববার (৮ জুন) বিকেলে পারিবারিক গোরস্থানে ইলিয়াস মিয়ার মৃতদেহ দাফন সম্পন্ন হয়। দাফনের আগে থেকেই জেলা ও উপজেলা বিএনপিসহ অন্যান্য সহযোগি সংগঠনের নেতারা খুনীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ করেন।এ ঘটনায় ইলিয়াস মিয়ার স্ত্রী লিপি বেগম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।
স্থানীয় একাধিক সূত্র জানায়, দীর্ঘদিন থেকে আসামিদের সঙ্গে ইলিয়াস মিয়ার বিরোধ চলে আসছিল। একাধিকবার স্থানীয়ভাবে সালিশে অমিমাংসীত বিষয়টি নিয়ে চাপাক্ষোভ সৃষ্টি হতে থাকে। এক পর্যায়ে হত্যাকান্ডের রূপ নেয়।মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামসুল ইসলাম মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

আরও পড়ুন