২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

গহিন পাহাড়ে দুই সহোদরকে ডাকাতের গুলি, নিহত ১

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার নিদানিয়া নুরের ডেইল এলাকায় গহিন পাহাড়ে ডাকাতদের গুলিতে দুই ভাই গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে নুরুল আমিন প্রকাশ বাবুল নামের একজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ জুন) রাত আটটার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত ও আহত দুইজনই উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের নিদানিয়া নুরের ডেইল গ্রামের বাসিন্দা। ঘটনার সময় তারা গহিন পাহাড় এলাকায় অবস্থান করছিলেন। হঠাৎ করে একদল ডাকাত সেখানে হামলা চালিয়ে গুলি ছুঁড়লে দুজনেই গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে একজনের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জালিয়াপালং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জাকের হোসেন। তিনি বলেন, ‘গুলিতে দুই ভাই আহত হয়েছেন। পরে হাসপাতালে নেওয়ার পথে একজন মারা গেছেন।’এ বিষয়ে জালিয়াপালং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম জানান, ডাকাতদের গুলিতে একজন নিহত হয়েছেন বলে আমরা নিশ্চিত হয়েছি। বিষয়টি খুবই দুঃখজনক।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ডাকাতদের গুলিতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। পুলিশের একটি টিম ঘটনাস্থলে কাজ করছে।’

আরও পড়ুন