৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার লন্ডন যাত্রা আবারও পেছালো

অনলাইন ডেস্ক: উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার তারিখ আরও একবার পিছিয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাতে বিলম্ব এবং তার শারীরিক অবস্থা ফ্লাই করার মতো স্থিতিশীল না থাকায় তৃতীয়বারের মতো এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার বলেন, ‘ম্যাডামের লন্ডন যাত্রা পিছিয়েছে। এ মুহূর্তে নতুন করে কোনো তারিখ বলতে পারছি না। এয়ার অ্যাম্বুলেন্স আসার পর যেকোনো দিন উনাকে নেওয়া হবে।’
চিকিৎসক দলের এক সদস্যও জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত কয়েকদিন ধরে একই পর্যায়ে রয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স বিলম্বিত হওয়ার পাশাপাশি তার শারীরিক সক্ষমতাও বিবেচনা করতে হচ্ছে।বিএনপির একটি সূত্র জানিয়েছে—কাতারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে আসার কথা থাকা এয়ার অ্যাম্বুলেন্সটি ৬ ডিসেম্বর নয়, ৯ ডিসেম্বর ঢাকায় আসতে পারে। প্রাথমিকভাবে নির্ধারিত হয়েছে এটি ১০ ডিসেম্বর ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেবে—শরীর সাপোর্ট করলে।
এর আগে শুক্রবার সকালে খালেদা জিয়াকে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন নেওয়ার কথা ছিল। কিন্তু এয়ারক্রাফটের কারিগরি ত্রুটির কারণে সেটি ঢাকায় পৌঁছায়নি। পরে জানানো হয়, শনিবার আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু এখন সেই সময়ও পরিবর্তিত হয়েছে।
গত ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি। ২৭ নভেম্বর তার অবস্থা সংকটাপন্ন হলে তাকে সিসিইউতে নেওয়া হয়। পরে বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরাও মেডিকেল বোর্ডে যুক্ত হন।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুসজনিত জটিলতা, কিডনি সমস্যা, ডায়াবেটিস, আর্থ্রাইটিস রোগে ভুগছেন। চিকিৎসকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে বিমানযাত্রা নিয়ে অত্যন্ত সতর্ক থাকতে হচ্ছে।

আরও পড়ুন