১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

খাবার নিতে যাওয়া ১৪ ফিলিস্তিনিকে গুলি করে মারল ইসরায়েলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে খাবার নিতে যাওয়া অন্তত ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই ১৪ জনসহ শুক্রবার গাজাজুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো বহু মানুষ আহত হয়েছেন বলে জানানো হয়েছে।খবর আলজাজিরার খবরে বলা হয়, খাদ্য বিতরণকেন্দ্রটি গাজার রাফাহ শহরে অবস্থিত।
মে মাসের শেষ দিক থেকে এখন পর্যন্ত গাজায় খাদ্য সহায়তা পাওয়ার অপেক্ষায় থাকা অবস্থায় প্রায় ৯০০ মানুষ নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের অধিকাংশই গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) কেন্দ্রগুলোর আশপাশে নিহত হন।
এর আগে বুধবার, দক্ষিণ গাজার আরেকটি জিএইচএফ সহায়তা বিতরণকেন্দ্রে কমপক্ষে ২১ জন ফিলিস্তিনি নিহত হন। ওই ঘটনায় বেশির ভাগ মৃত্যুর কারণ পদদলিত হওয়া বলে জানা গেছে।গাজার মানবিক সংকট প্রতিদিনই গভীরতর হচ্ছে, আর খাদ্যের জন্য অপেক্ষা করতেই প্রাণ হারাচ্ছেন বহু নিরীহ মানুষ।বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, গাজার হাজার হাজার ফিলিস্তিনি বিপর্যয়কর পরিস্থিতিতে রয়েছে। সেখানকার শরণার্থীশিবিরে আশ্রয় নেওয়া প্রতি তিনজনের মধ্যে একজন দিনের পর দিন না খেয়ে থাকে।

আরও পড়ুন