বিনোদন ডেস্ক : পাকিস্তানি টেলিভিশন ইন্ডাস্ট্রির পরিচিত মুখ ও মডেল সাবা কামার। এক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগ এনেছেন এ অভিনেত্রী।সংবাদমাধ্যম ট্রিবিউন এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, এক সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি রুপি (যা বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ৩০ লাখ টাকা) ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সাবা কামার। মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগে এ নোটিশ পাঠিয়েছেন অভিনেত্রী।অভিযোগে বলা হয়েছে, সাংবাদিক নাঈম হানিফ একটি পডকাস্ট শোয়ে দাবি করেন, সাবা একসময় লাহোরের ওয়ালটন এলাকায় যে বাড়িতে থাকতেন, সেটি অজ্ঞাত এক ব্যক্তি দিয়েছিলেন অভিনেত্রীকে। এরপরই শুরু হয় বিতর্ক।এ অভিযোগ অবশ্য পাকিস্তানি তারকা অস্বীকার করেছেন। তিনি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পডকাস্টের একটি স্ক্রিনশট শেয়ার করে দাবিগুলোকে ভিত্তিহীন ও অসত্য বলে অভিহিত করেছেন।তিনি বলেছেন, আমি কখনো ওয়ালটন এলাকায় থাকিনি এবং এ ধরনের মন্তব্যগুলো একজন মানুষের ব্যক্তিত্ব হত্যার জন্য গুরুতর অপরাধ।
সাবা কামারের আইনি দল এরপরই ওই সাংবাদিক এবং সেই সাক্ষাৎকার প্রচার করা ইউটিউব চ্যানেলকে নোটিশ দিয়েছে। সেইসঙ্গে প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং সাতদিনের মধ্যে কনটেন্টটি সরিয়ে ফেলার কথা বলা হয়েছে। নোটিশে সতর্ক করা হয়েছে যে, তা যদি না করা হয়, তাহলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।





