১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ক্লাব বিশ্বকাপ : ম্যানসিটিকে হারিয়ে আল হিলালের চমক!

ক্রীড়া ডেস্ক: ক্লাব বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে বড় চমকটি উপহার দিয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। ইউরোপের জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার সিটিকে ৪-৩ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে তারা।মঙ্গলবার (বাংলাদেশ সময়) সকালে অর্লান্ডো সিটির ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে নাটকীয় এই ম্যাচ অনুষ্ঠিত হয়। শুরু থেকেই দুই দলের গোলের লড়াই জমে ওঠে, যা স্থায়ী ছিল ম্যাচের শেষ বাঁশি পর্যন্ত।
আল হিলালের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন ব্রাজিলিয়ান ফুটবলাররা। তরুণ স্ট্রাইকার মার্কোস লিওনার্দো করেন দুইটি গোল। রাইট উইঙ্গার ম্যালকম যোগ করেন একটি গোল। উইং-ব্যাকে রেনান লোদি ছিলেন দারুণ কার্যকর।ম্যাচের শুরুর ৯ মিনিটে আর্লিং হালান্ডের গোলে এগিয়ে যায় ম্যানসিটি। যা দলটিকে এগিয়ে রাখে প্রথমার্ধ পর্যন্ত।
তবে দ্বিতীয়ার্ধ শুরু হতেই লিওনার্দো গোল করে ম্যাচে সমতা আনেন। এরপর ৫২ মিনিটে ম্যালকমের গোল, আল হিলালকে ২-১ ব্যবধানে এগিয়ে নেয়। মাত্র তিন মিনিট পর (৫৫ মিনিটে) আর্লিং হালান্ড নিজের দ্বিতীয় গোল করে ২-২ সমতা ফেরান।
অতিরিক্ত সময়ের শুরুতে (৯৮ মিনিটে) কালিদো কাউলিবালির হেড থেকে আল হিলাল ৩-২ গোলে এগিয়ে যায়। তবে ১০৪ মিনিটে ফিল ফোডেন গোল করে ম্যানসিটিকে ৩-৩ সমতায় ফেরান। কিন্তু ১১২ মিনিটে মার্কোস লিওনার্দো নিজের দ্বিতীয় গোল করে ৪-৩ ব্যবধানে আল হিলালকে জয় এনে দেন।আল হিলালের ডাগআউটে আছেন সাবেক ইন্টার মিলান কোচ সিমোন ইনজাঘি। তার অধীনে দলটি দেখিয়ে দিয়েছে ফুটবলে কোচের ভূমিকাও কতটা বড়।এই জয়ে আল হিলাল উঠে গেছে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। অন্যদিকে বিদায় নিতে হয়েছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিকে।

আরও পড়ুন