২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লায় তিন বাহনের সংঘর্ষ, ৪ জনের দগ্ধ মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক: কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের পর চারজনের দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আরো ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার এ তথ্য নিশ্চিত করেছেন।নিহতদের মধ্যে দুজন শিশু ও একজন নারী, একজন পুরুষ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিডিএম পরিবহনের একট বাস দাউদকান্দি উপজেলা জিংলাতলী ইউনিয়নের বানিয়াপাড়া অতিক্রম করে যাচ্ছিল। এ সময় উল্টো দিক থেকে আসা একটা থ্রি হুলার ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ ঘটে।
বাসটি গাড়ি ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে আগুন ধরে যায়। এ সময় বাসের নিচে পড়ে মোটরসাইকেল চালক নিহত হন। বাসে অগ্নিদ্বগ্ধ হয়ে এক নারী ও দুই শিশু পুড়ে নিহত হয়। এছাড়া বাসের আগুনে ২১ জন যাত্রী আহত হন।খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি দল ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ নিয়ে আনে।
আহত বাসের যাত্রী শাহজাহান মিয়া বলেন, ‘থ্রি হুলার ও মোটরসাইকেল সংঘর্ষ ঘটে। বাসের চালক তাদেরকে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো যায়। পরে গাড়িতে আগুন লেগে মোটরসাইকেলের চালকসহ চারজন নিহত হয়। গাড়ির জানালা ভেঙে কোনো মতো বাইরে হয়ে আসি।’
দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ওসি ইকবাল বাহার বলেন, ‘নিহতদের মধ্যে দুজন শিশু ও একজন নারী এবং মোটরসাইকেলের চালক (পুরুষ) রয়েছেন। নিহত যাত্রীদের শরীর মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাদের পরিচয় জানা সম্ভব হয়নি। তাদের মরদেহ হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে। মহাসড়ককে যানবাহন চলাচল স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা হয়েছে।

 

আরও পড়ুন