২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কী বলতে চাইলেন কাজল?

বিনোদন ডেস্ক : সামাজিক মাধ্যমে নতুন বার্তা দিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাজল মুখার্জি। ইঙ্গিতপূর্ণ সে পোস্ট আলোচনা তৈরি করেছে নেটদুনিয়ায়।সম্প্রতি কাজল তার ফেসবুকে ৪টি নতুন ছবি আপলোড করেন। ছবিতে বিস্কিট রংয়ের ওয়েস্টার্ন পোশাকে মোহনীয় রূপে ধরা দেন তিনি।তবে ক্যাপশনে কিছুটা রহস্য জুড়ে দেন অভিনেত্রী। লেখেন, প্রতিদিনই আমার প্রশ্নবিদ্ধ ব্যক্তিরা সম্পূর্ণরূপে হতবাক হন।এরপরই নায়িকার পোস্টের মন্তব্যের ঘরে মতামত জানাতে শুরু করেন ভক্তরা। একজন লেখেন, সুখী থাকো, প্রতিদিনই সৌভাগ্য পাবে কাজল।আরেকজন লেখেন, বিশ্বাস করো যে আসল সৌন্দর্য হলো সৎ, বাস্তব এবং ক্ষমাহীনভাবে নিজের মতো থাকা।
১৯৯২ সালে ‘বেখুদি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন কাজল মুখার্জি। তবে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পান বলিউড মেগাস্টার শাহরুখ খানের সঙ্গে জুটি গড়ে। ক্যারিয়ারে সাতটি ফিল্মফেয়ার পুরস্কারসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন কাজল।
এ অভিনেত্রীর জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, কুছ কুছ হোতা হ্যায়, কাভি খুশি কাভি গাম, বাজিগর, করন অর্জুন, ইশক, পেয়ার কিয়া তো ডারনা কিয়া, ফানাহ ইত্যাদি।

আরও পড়ুন