নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম কাস্টমস হাউসের নিলাম শাখা থেকে আগামী বৃহস্পতিবার ১০ টন নারিকেল প্রকাশ্য নিলামে তোলা হচ্ছে। এদিন সকাল ১১টায় চট্টগ্রাম কাস্টমসে এই প্রকাশ্য নিলাম অনুষ্ঠিত হবে। ১০ টন ওজনের নারিকেলগুলোর সংরক্ষিত মূল্য ধরা হয়েছে ৮ লাখ ৫৫ হাজার ১৩৫ টাকা।
বন্দর সূত্রে জানা যায়, ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে নারিকেলগুলো গত ৪ ফেব্রুয়ারি বাংলাদেশের উদ্দেশ্যে রপ্তানি হয়। চালানটি মায়ের্স্ক ভ্লাদিভোস্টক জাহাজে করে মালেশিয়ার তানজুং পেলেপাস বন্দর হয়ে গত ২১ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরে পৌঁছে। আমদানিকারক চালানটি নির্ধারিত সময়ে খালাস না করায় নিয়ম অনুযায়ী এটি নিলামে বিক্রির প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।
নিলামে অংশগ্রহণে আগ্রহী ক্রেতাগণ বুধবার নারিকেলগুলো সরেজমিনে দেখার সুযোগ পাবেন। নিলামের দিন সর্বোচ্চ দরদাতাকে বিড ভ্যালুর ২০% জামানত হিসেবে চেক/পে-অর্ডার/ব্যাংক ড্রাফটের মাধ্যমে তৎক্ষণাৎ জমা প্রদান করতে হবে।এছাড়া নিলাম সংক্রান্ত নিয়মাবলী অনুযায়ী, বিক্রয়কৃত পণ্যের উপর সরকার নির্ধারিত ১০% ভ্যাট আরোপিত হবে, যা ক্রেতাকে অতিরিক্তভাবে পরিশোধ করতে হবে। ক্রেতাকে ভ্যাট চালান সংগ্রহ করে সরকারি কোষাগারে যথাযথভাবে পরিশোধ নিশ্চিত করতে হবে।
চট্টগ্রাম কাস্টম হাউস জানায়, এই নিলাম সরকারের রাজস্ব আদায়ের একটি নিয়মিত প্রক্রিয়ার অংশ। এটি স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক পদ্ধতিতে পরিচালিত হবে।
