রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের ‘স্বপ্নদ্বীপ’ নামক রিসোর্টে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে কাপ্তাই হ্রদে কায়াকিং করতে গিয়ে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে।শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে বেলা সোয়া ১১টার দিকে ওই পর্যটকের মৃতদেহ উদ্ধার করেন। মৃত পর্যটক যুবকের নাম মো. ইফরাত (২৬)। সে ঢাকার পুরাতন নাজির বাজার এলাকার মো. ওয়াসিমের ছেলে।ফায়ার সার্ভিস জানিয়েছে, রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের স্বর্গদ্বীপ আইল্যান্ড নামক রিসোর্টে বন্ধুদের সঙ্গে নিয়ে ঘুরতে এসে আজ শনিবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে ঢাকার পুরাতন নাজির বাজার এলাকার মো. ওয়াসিমের ছেলে মো. ইফরাত কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে গিয়ে ডুবে নিখোঁজ হন। এ সংবাদ পাওয়ার পর রাঙামাটি ফায়ার স্টেশনের ডুবুরি ইউনিট লিডার গিয়াস উদ্দিনের নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘন্টা উদ্ধার অভিযান পরিচালনা করে বেলা ১১টা ১৫ মিনিটের সময় ডুবুরি সজীব, এমরান এবং নুরুল ইসলামের সহায়তায় নিখোঁজের মরদেহ উদ্ধার করে স্থানীয় থানার পুলিশের কাছে হস্তান্তর করেন।
রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মুর্শিদুল ইসলাম বলেন, সকালে খবর পেয়ে আমাদের ডুবুরি টিম ঘটনাস্থলে গিয়ে মো. ইফরাত নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে। সে তার ছয়জন বন্ধুর সঙ্গে হ্রদে বোট কায়াকিং করতে গিয়ে উল্টে গিয়ে পানিতে ডুবে যায়। তার গায়ে কোনো লাইভ জ্যাকেট ছিল না। মরদেহ উদ্ধার করে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।





