২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কাপ্তাইয়ে ৮ ফুট দীর্ঘ অজগর বনে অবমুক্ত

কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে উদ্ধারকৃত ৮ ফুট দৈর্ঘ্যের অজগর বনের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে কাপ্তাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক আবু কাউসারের উপস্থিতিতে এই অজগরটি বনের মধ্যে ছেড়ে দেওয়া হয়। অজগরের ওজন প্রায় ৭–৮ কেজি ধরা হয়েছে।অবমুক্তকরণের সময় কাপ্তাই রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীনসহ বন বিভাগের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। কাপ্তাই রেঞ্জের গভীর বনে ইতিপূর্বে বেশ কয়েকটি অজগর ও অন্যান্য বন্যপ্রাণী উদ্ধার করে তাদের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।বন বিভাগের কর্মকর্তারা জানান, স্থানীয় লোকালয় থেকে উদ্ধারকৃত এই প্রজাতির অজগর বনের বাস্তুতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ এবং সঠিক পরিবেশে অবমুক্ত করলে তারা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে।

আরও পড়ুন