৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কাঞ্চনঝঙ্ঘা দেখতে চান শবনম ফারিয়া, পরামর্শ দিলেন সার্জিস

বিনোদন প্রতিবেদক : অভিনেত্রী শবনম ফারিয়া কাঞ্চনঝঙ্ঘা দেখতে চান, না নেপালে কিংবা দার্জিলিংয়ে গিয়ে নয়। দেশের ভূখণ্ডে দাঁড়িয়েই তিনি হিমালয়ের এই চূড়ার সৌন্দর্য উপভোগ করতে চান।হিমালয় পর্বতমালার তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার অবস্থান ভারত ও নেপালে। প্রতিবেশী দেশে অবস্থান হলেও অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত পঞ্চগড়ের বিভিন্ন জায়গা থেকেই দেখা যায় এই শৃঙ্গ।সবচেয়ে ভালো দেখা যায় তেঁতুলিয়া থেকে। বরফে ঢাকা শৃঙ্গ ভোরের সোনালি আলোয় ঝলমল করে। আকাশ মেঘমুক্ত থাকলে দিনের অন্য সময়েও দেখা যায়। তবে এবার যেন আগেভাগেই দর্শন দিল কাঞ্চনজঙ্ঘা।তা দেবী অভিনেত্রী এই সৌন্দর্য দেখার জন্য রীতিমতো উন্মুখ। তাই সামাজিক মাধ্যমে সেখানে যাওয়ার আগ্রহ প্রকাশ করলেন। নিজের ফেসবুক হ্যান্ডেলে পঞ্চগড়ের থাকার বিস্তারিত জানতে চেয়ে লিখলেন, পঞ্চগড় কিংবা তেঁতুলিয়া (কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এমন) আসে পাশে ফ‍্যামিলি নিয়ে ২/৩ দিন থাকার মতো কোন রিসোর্ট/হোটেল কিংবা হোম স্টে এর মতো কিছু কেউ সাজেস্ট করতে পারেন?শবনম ফারিয়ার এই পোস্টে সহযোগিতার হাত বাড়ালেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। তিনি শবনম ফারিয়ার এই পোস্টের নিচে পরামর্শ দিয়ে মন্তব্য লিখলেন, তেঁতুলিয়ায় থাকবেন।ডাকবাংলো আছে। কম্পারেটিভলি বেটার। তাছাড়া কয়েকটা এনজিওর রিসোর্ট আছে। পঞ্চগড়ে স্বাগতম।সার্জিসের এই পরামর্শ পেয়ে অবশ্য ধন্যবাদ জানাতে ভুললেন শবনম ফারিয়া।
একটা সময় কাঞ্চনজঙ্ঘা দার্জিলিংয়ে গিয়েও দেখাটা দুঃসাধ্য ছিল। মধ্যরাতে উঠে গিয়ে টাইগারহিলে অপেক্ষা করতে হতো কখন সূর্য উঠবে। সেই প্রথম সূর্যের আলোয় ভাগ্য যদি ভালো হয় তাহলে এক ঝলক কাঞ্চনজঙ্ঘার দেখা মিলবে। আর যদি ভাগ্য ভালো না হয় তাহলে একাধিকবার দার্জিলিং গিয়েও হিমালয়ের চূড়ার দেখা মেলা সম্ভব হতো না। অথচ এখন দার্জিলিং থেকে তো দেখা যায়, বাংলাদেশের পঞ্চগড় ঠাকুরগাঁও থেকেও খুব ভালোভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়।

আরও পড়ুন