২২শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

কলেজছাত্রীর আপত্তিকর ছবি ভাইরালের হুমকিদাতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: এক কলেজছাত্রীর আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া শাফায়েত উল্লাহ আকাশ (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে মোবাইলসহ ১৬ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।শুক্রবার (২৩ মে) বিকেলে এ তথ্যটি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম।
গ্রেপ্তার হওয়া শাফায়েত উল্লাহ আকাশ নগরের দেওয়ানবাজার এলাকার এশিয়ান ফার্নিচার বিল্ডিংয়ের বাসিন্দা মো. শাহ আলমের ছেলে।
তথ্য জানিয়ে কোতোয়ালি থানার ওসি বলেন, ‘শাফায়েত উল্লাহ আকাশ নামের যুবকটি ভিকটিমের ছবি নেট দুনিয়ায় ভাইরাল করার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করতে থাকে। এতে ভিকটিম তার মায়ের ২১ ভরি স্বর্ণালংকার ও ১ লাখ ৯০ হাজার টাকা কয়েক দফায় দিয়েছে। সবশেষে তারা আইনের আশ্রয় নিতে আসলে আমরা তাৎক্ষণিকভাবে অভিযোগটি আমলে নিই। গতকাল (২২ মে) রাত সাড়ে ১০টা দিকে চকবাজারের বালি আর্কেড শপিংমলের সামনে থেকে গ্রেপ্তার করি।’
তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার হওয়া যুবকটি প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগ স্বীকার করেন। তার থেকে আমরা ব্ল্যাকমেইলের কাজে ব্যবহার করা মোবাইল ফোনসহ ৫ লাখ টাকা ও ১৬ ভরি স্বর্ণ উদ্ধার করি। তাকে আজকে (২৩ মে) পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও পেনাল কোডের সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

আরও পড়ুন