নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নে মাদকদ্রব্যসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (১২ জুন) সকালে গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ইউনিয়নের ইছানগর স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলেন—চরপাথরঘাটা ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শাহেদ প্রকাশ সন্দীপ শাহেদ (৪০) এবং তার স্ত্রী মিনু আক্তার ওরফে মিনা (৩৫)।এ সময় তাদের কাছ থেকে ১৬৪ পিস ইয়াবা, ১৮০ গ্রাম গাঁজা এবং নগদ ৩,৮১০ টাকা জব্দ করা হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক ব্যবসার সঙ্গে জড়িত এত দম্পতিকে যৌথবাহিনী গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
