কর্ণফুলী প্রতিনিধি: কর্ণফুলী উপজেলায় বৈধ কাগজপত্র ছাড়া অনুমোদনহীন একটি কারখানায় প্লাস্টিকের বোতলে ভেজাল তেল ভরে বিএসটিআই লোগোযুক্ত স্টিকার সাঁটিয়ে ভোজ্য সয়াবিন তেল হিসেবে বাজারজাত করার অপরাধে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । বুধবার (২৫ জুন) চরপাথরঘাটার খুইদ্দেরটেক এলাকায় জে এস মার্কেটিং নামের একটি প্রতিষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় ধ্বংস করা হয় ৪৫০ লিটার ভেজাল তেল এবং জব্দ করা হয় বিপুল পরিমাণ বোতল, লেবেল ও উৎপাদন সরঞ্জাম।জানা যায়, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জে এস মার্কেটিং নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে দেখা যায়, বিএসটিআইয়ের লোগোসহ ‘সাফওয়ান’ ও ‘রাজধানী’ ব্র্যান্ডের চকচকে মোড়কযুক্ত বোতল। মোড়কে সয়াবিন তেল লেখা থাকলেও ভিতরে ভরা হচ্ছে নিম্নমানের পাম অয়েল আর মেয়াদোত্তীর্ণ সরিষার তেলের মিশেল। অনুমোদনহীন এ কারখানাতে প্লাস্টিকের বোতলে ভরে ভেজাল তেল বাজারজাতের কাজ চলছিল পুরোদমে। কারখানা কর্তৃপক্ষ বৈধ কোন কাজগপত্র প্রদর্শন করতে না পারায় তাৎক্ষণিকভাবে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়াও ধ্বংস করা হয় ৪৫০ লিটার ভেজাল তেল এবং জব্দ করা হয় বিপুল পরিমাণ বোতল, লেবেল ও উৎপাদন সরঞ্জাম। অভিযানে সহযোগিতা করেন সেনাবাহিনীর একটি দল ও কর্ণফুলী থানা পুলিশ।
জানতে চাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের উপপরিচালক ফয়েজ উল্যাহ বলেন, ভোক্তা ঠকিয়ে মুনাফা লুটতে চেয়েছিল এই চক্র। বিএসটিআইর লোগো জালিয়াতি করে সাধারণ মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছিল। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
