১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

কর্ণফুলীতে তুচ্ছ ঘটনায় পিতা-পুত্রসহ তিনজনকে কুপিয়ে জখম, দেশীয় অস্ত্র উদ্ধার

কর্ণফুলী প্রতিনিধি চট্টগ্রামের কর্ণফুলীতে তুচ্ছ ঘটনা নিয়ে পিতা নুর মোহাম্মদ (৫৭) ও দুই ছেলে আবদুল কাদের (৩৪) ও ফজল কাদের (৩২)-কে কুপিয়ে জখম করা হয়েছে। রবিবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে শিকলবাহা ইউনিয়নের দইয়্যার ভাণ্ডার বাড়িতে সংঘর্ষের ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে দুই পরিবারে জমি সংক্রান্ত বিরোধে উত্তেজনা চলছিল। আজ বাড়ির পাশে মাছ ধরার বড়শি নিয়ে নুর মোহাম্মদ ও প্রতিবেশী পুলিশ নবীর ছেলে দিদারের মধ্যে কথা কাটাকাটির সময় দিদার, তার ভাতিজা ও ভাইয়েরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়।আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাবা ও এক ছেলে আইসিইউতে, আরেক ছেলে সাধারণ কক্ষে।
পুলিশের তদন্তে একই পরিবারের দুই নারীকে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রও উদ্ধার হয়েছে। কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, “ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

আরও পড়ুন