২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কবে বিয়ের পিঁড়িতে বসছেন ইধিকা?

বিনোদন ডেস্ক : কলকাতার ছোট পর্দা থেকে শাকিব খানের হাত ধরে ‘প্রিয়তমা’ দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে ইধিকা পালের। শুধু অভিষেক বললে ভুল হবে, সিনেমায় তার অভিষেকটা হয়েছে বেশ রাজকীয়ভাবেই। প্রথম সিনেমাতেই বাজিমাত করেন, বনে যান ঢালিউডের ‘প্রিয়তমা’। এখন কলকাতাতে একের পর এক সিনেমায় ব্যস্ত সময় পার করছেন তিনি।দেবের সঙ্গে আসন্ন ‘রঘু ডাকাত’ ছবির দৌলতে ইধিকা এই মুহূর্তে টলিউডের অন্যতম চর্চিত অভিনেত্রী। খুব স্বাভাবিকভাবেই তিনি কারো সঙ্গে প্রেম করছেন কিনা অথবা কবে বিয়ের পিঁড়িতে বসবেন তা নিয়ে জল্পনা কল্পনা চলছেই অনুরাগীদের মধ্যে।সম্প্রতি এক সাক্ষাৎকারে ইধিকাকে প্রশ্ন করা হয়েছে, তিনি কবে বিয়ের পিঁড়িতে বসবেন। সাংবাদিকের প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘এই মুহূর্তে আমি বিয়ে নিয়ে ভাবছি না।
বিয়ে মানেই প্রচুর দায়িত্ব তাই এখন বিয়ে করার কোনো পরিকল্পনা নেই আমার। সেই চিন্তা ভাবনা এখন অনেক দূর।’
এরপর অভিনেত্রী বলেন, ‘আগামী ১০ বছরে আমি অনেক অনেক কাজ করতে চাই। একজন ভীষণ ব্যস্ত অভিনেত্রী হতে চাই, যার সারাটা বছর কাজ নিয়ে কেটে যাবে।এখন আমার মূল উদ্দেশ্য নিজের কাজে ফোকাস করা। এছাড়া ব্যক্তিগত জীবন নিয়ে এখন চিন্তা করার সময় নেই।’সূত্র: হিন্দুস্তান টাইমস

আরও পড়ুন