কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় পাটোয়ারটেক এলাকায় চেনছড়ি সমুদ্র সৈকতে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ ভেসে এসেছে। বুধবার (৬ আগষ্ট) ভোর সাড়ে ৫টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
উখিয়া থানা পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ২৭ থেকে ৩০ বছর। স্থানীয়দের মধ্যে মরদেহটির ছবি দেখিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পরিচয় মেলেনি। পুলিশের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছবি প্রকাশ করা হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আরিফ হোসাইন বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। লাশের সুরতহাল প্রস্তুতপূর্বক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পাশাপাশি পিবিআইকে বিষয়টি জানানো হয়েছে এবং আমরা মরদেহের পরিচয় শনাক্ত করার জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
