৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজারে নির্বাচনবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

অনলাইন ডেস্ক : কক্সবাজারে নির্বাচনবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় সাধারণ জনগণ ও বিএনপির নেতাকর্মীরা।আজ মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে ইনানী সৈকতের বিলাসবহুল সী পার্ল হোটেলের গেটের সামনে এই বিক্ষোভ মিছিল করেন তারা।বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, গত ১ বছর ধরে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।তবে এই ষড়যন্ত্রকে বরদাশত করা হবে না। আমাদের লড়াই চলছে এবং আগামীতেও চলবে। তারা বলেন, কিছু কুচক্রী মহল, যারা ক্ষমতায় আসতে পারবে না। তারা এখানে বসে (সী পার্ল হোটেল) বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।সেটা কখনো হতে পারে না। এটা আমরা বরদাশত করব না।
বক্তারা বলেন, আপনারা বাংলাদেশের দক্ষিণপ্রান্তে এসে ষড়যন্ত্র করবেন, বিলাসবহুল হোটেলে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করবেন—সেটা এই জনতা মেনে নেবে না। শুধু এখানে নয়, বাংলাদেশের যেখানেই ষড়যন্ত্র করা হবে।সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।
বক্তারা আরো বলেন, বাংলাদেশকে আরো একটি ওয়ান-এলেভেনের দিকে ধাবিত করা হচ্ছে। গতকাল এক উপদেষ্টা বলেছেন, বাংলাদেশে নাকি আরেকটা ওয়ান-এলেভেন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু আমরা যারা গত ১৬ বছরে রক্তের বিনিময়ে রাজপথে থেকে শেখ হাসিনার পতন ঘটিয়েছি, তারা বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বরদাশত করব না।
প্রসঙ্গত, কক্সবাজারের একটি হোটেলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের খবর প্রকাশিত হয়েছে।তবে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এটাকে গুজব বলে উড়িয়ে দিয়ে বলছেন, তারা কক্সবাজারে ঘুরতে এসেছেন।

আরও পড়ুন