কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নে শফিউল আলম প্রকাশ ডাকাত লেদা পুতু নামের এক সন্ত্রাসী দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। নিহত শফিউল আলম লেদাপুতু মাঝিরকাটা এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।শনিবার (২৪ জানুয়ারি) ভোর ৫টার দিকে গর্জনিয়া মাঝিরকাটা ৬ নং ওয়ার্ড বেলতলী এলাকায় এই ঘটনা ঘটে।তবে পরিবারের দাবি, রাতের ভাত খাবার সময় তাকে ডেকে ঘরের বাহিরে বের করে পরিকল্পিতভাবে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় প্রতিপক্ষ ডাকাত ও সন্ত্রাসী আব্দুর রহিম বাহিনী নিয়ে অতর্কিত শাহিন ডাকাত এর সহযোগী শফিউল আলম প্রকাশ লেদা পুতুকে গুলি করে। এতে ঘটনাস্থলেই শফিউল আলম লেদাপুতু মারা যান। খবর পেয়ে গর্জনিয়া ফাড়ির এসআই মো. জুয়েল চৌধুরী ঘটনাস্থলে যান।
বিষয়টি নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, গভীর রাতে মাঝিরকাটা বেলতলী এলাকায় গোলাগুলি চলার খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ গিয়েছে। কিন্তু আমরা পৌঁছানোর আগেই শফিউল আলম প্রকাশ লেদা পুতুকে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়।
ওসি আরও জানান, নিহত লেদা পুতুর বিরুদ্ধে হত্যাসহ ১১টা মামলা রয়েছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে।





