১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজারের ঈদগড়ে শিশুকে অপহরণ, ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি

ঈদগাঁও প্রতিনিধি : কক্সবাজারের ঈদগড় থেকে ১৩ আগস্ট (বুধবার) রাত সাড়ে ১১টার দিকে ঘুমন্ত অবস্থায় জুই আক্তার (৭) নামে এক শিশুকে অপহরণ করেছে অপহরণকারী চক্র। শিশুটি কুমিল্লার কাঞ্চননগরের মোঃ জুয়েলের কন্যা।কিছুদিন পূর্বে সে ঈদগড়ের ৬ নাম্বার ওয়ার্ডের নয়াপাড়া তার ফুফির বাসায় বেড়াতে এসেছিল।
ঈদগড় ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ড সদস্য কামরুল ইসলাম কমরু বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অপহরণকারীরা মেয়েটিকে নিয়ে যাওয়ার সময় তার ফুফির মোবাইল ফোনও সঙ্গে নিয়ে গেছে। পরবর্তীতে শিশুর ফুফার স্বামী কালু ড্রাইভারকে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে।রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৈয়বুর রহমান জানান, এ বিষয়ে আমি এখনো অবগত নই, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, স্থানীয়রা এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত শিশু উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।

আরও পড়ুন