নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের কৃতি সন্তান রাইহান নিজাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মরদেহ বাংলাদেশে আনার প্রক্রিয়া চলছে। নামাজে জানাজা ও দাফন সম্পর্কে বিস্তারিত সময়সূচি পরে জানানো হবে।
রাইহান নিজামের গ্রামের বাড়ি আনোয়ারার তৈলারদ্বীপ এলাকায়। তিনি চট্টগ্রাম পৌরসভার প্রয়াত ভাইস চেয়ারম্যান ও আর নিজামের কনিষ্ঠ সন্তান (ও আর নিজামের নামানুসারেই ‘ও আর নিজাম রোড’ নামকরণ করা হয়)। প্রয়াত রসূল নিজামের কনিষ্ঠ ভাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার শীর্ষ কর্মকর্তা ও খ্যাতিমান জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. নাজনীন আনোয়ারের স্বামী রাইহান নিজাম। মৃত্যুকালে তিনি স্ত্রী নাজনীন, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।
