১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ওসিকে ‘ল্যাংটা’ করার হুমকি, পরদিনই পদ হারালেন মহেশখালী বিএনপি নেতা

মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী থানার ওসিকে প্রকাশ্যে ‘ল্যাংটা করে বের করে দেওয়ার’ হুমকি দেওয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব মহেশখালী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও কক্সবাজার জেলা বিএনপির সদস্য আকতার হোসেনের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ স্থগিত করেছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বৃহস্পতিবার সকালে বিএনপির মিডিয়া সেল বিজ্ঞপ্তিটি প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশখালী থানার ওসিকে অশালীন ভাষায় হুমকি এবং দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের কারণে আকতার হোসেনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দলের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জানা গেছে, ১৩ আগস্ট শহীদ শফিউল আলম শফির প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাবু দিঘীর পাড়ে আয়োজিত স্মরণসভায় বক্তব্য দিতে গিয়ে আকতার হোসেন বলেন, ওসি সাহেব, দোকান বন্ধ করেন আপনার। ন্যাংটা করে মহেশখালী থেকে পাঠিয়ে দেওয়া হবে। আগামীকাল থেকে যদি একটা কথা আপনার বিরুদ্ধে পাই, ন্যাংটা করে মহেশখালী থেকে বের করে দেব—আমি ওয়াদা করছি।
ঘটনার প্রতিক্রিয়ায় মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, তিনি ভিডিওটি দেখেছেন এবং এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন।

আরও পড়ুন