১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি

অনলাইন ডেস্ক: ঢাকায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে শহরের খাসমহল এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ওসি আরিফুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। আমাদের তদন্ত চলছে।বিষয়টি নিশ্চিত করে ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম বলেন, ওসমান হাদি ও তার মা ঢাকায় বসবাস করেন। নলছিটির বাসায় তার বোন মাসুমা বেগম এবং ভগ্নীপতি মনির হোসেন বসবাস করতেন। গুলিবিদ্ধ হওয়ার খবর শুনে তার বোন ও ভগ্নীপতি ঢাকায় চলে গেছে। বাসায় কেউ না থাকার সুযোগে জানালা ভেঙে চোর ঘরে প্রবেশ করে।তবে কী পরিমাণ মালামাল নিয়েছে সেটা তিনি জানতে পারেননি।
প্রসঙ্গত, শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে ওসমান হাদিকে গুলি করা হয়। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মস্তিষ্কে একটি অস্ত্রোপচার শেষে খুলি খুলে রেখে তাকে পাঠানো হয় বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে।বর্তমানে সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলছে। এদিকে তার গুলিবিদ্ধ হওয়ার খবর শুনেই সেদিন বিকেলেই ঢাকায় রওনা দেন পরিবারের সদস্যরা।

আরও পড়ুন