৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ঐতিহাসিক জশনে জুলুছ:পীর আল্লামা সাবির শাহ্‌ এখন চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক: আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় ১৯৭৪ সাল থেকে প্রতিবছরের মতো এবারও ১২ রবিউল আউয়াল জশনে জুলুছে ঈদ–এ মিলাদুন্নবী (দ.)-এর আয়োজন করা হয়েছে। এ বিশাল কর্মসূচি বাস্তবায়নে পুরো নগরজুড়ে ব্যাপক কর্মযজ্ঞ যখন শেষ পর্যায়ে তখনি নবীপ্রেমিকদের খুশি করতে সুদূর পাকিস্তান হতে এলেন তিনজন আওলাদে রাসূল। গত ৩১ আগস্ট তাঁরা ঢাকায় পৌঁছান। গত ৩ সেপ্টেম্বর ঢাকার বিশাল জশনে জুলুছে নেতৃত্ব দেন। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় চট্টগ্রাম শাহ্‌ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। আশেকে রাসূলের হৃদয় জুড়ানো সেই তিনজন হলেন আওলাদে রাসূল, পীরে বাঙাল, আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্‌ (মা.জি.আ), সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্‌ (মা.জি.আ) এবং সাহেবজাদা সৈয়্যদ মেহমুদ আহমদ শাহ্‌ (মা.জি.আ)। ঢাকা হতে তাঁদের সফরসঙ্গী হন ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন।
বিমানবন্দরে আওলাদে রাসূলগণকে সাদর অভ্যর্থনা জানান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু)। যিনি হুজুর কেবলাগণের সাথে ঢাকা জুলুছে অংশগ্রহণ শেষ করে বুধবার রাতে চট্টগ্রামে ছুটে আসেন চট্টগ্রামের জুলুছের প্রস্তুতি সম্পন্ন করতে। ট্রাস্টের এডিশনাল সেক্রেটারি ও জুলুছের আহ্বায়ক মোহাম্মদ সামশুদ্দীন এসময় উপস্থিত ছিলেন।
ষোলশহরস্থ আলমগীর খানকা শরীফে হুজুর কেবলাগণকে অভ্যর্থনা জানান ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট এ কিউ আই চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম গিয়াস উদ্দীন (সাকের), জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার চেয়ারম্যান আবুল মহসিন মো. ইয়াহিয়া খান, অধ্যক্ষ হাফেজ কাজী আবদুল আলীম রেজভী, শায়খুল হাদীস হাফেজ সোলায়মান আনসারী, আনজুমান সদস্য পেয়ার মোহাম্মদ, আনোয়ারুল হক, তৈয়বুর রহমান, আবদুল হামিদ, লোকমান হাকীম মো. ইব্রাহীম, নুরুল আমিন, মোহাম্মদ আলী, আবদুল হাই মাসুম, মাহবুবুল আলম, নুর মোহাম্মদ কন্ট্রাক্টর, মাহবুব ছাফা, গাউসিয়া কমিটির কেন্দ্রীয় সদস্য মাহমুদ নেওয়াজ, মোহাম্মদ ইলিয়াছ প্রমুখ।
উল্লেখ্য, আনজুমান ট্রাস্টের ব্যবস্থাপনায় বাদে মাগরিব হতে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা ময়দানে পবিত্র গেয়ারভী শরীফ অনুষ্ঠিত হয়। আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্‌ (মা.জি.আ)-এর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্‌ (মা.জি.আ)। হাজার হাজার ভক্ত–অনুরক্তের পাশাপাশি ট্রাস্টের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, গাউসিয়া কমিটির কেন্দ্রসহ বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ অসংখ্য ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন