অনলাইন ডেস্ক: এস এস সি ৯৩ সনাতনী চট্টগ্রামের উদ্যোগে কর্ণফুলীর নদীর তীরে অবস্থিত অপরুপ সৌন্দর্যমন্ডিত ধাম সৎসঙ্গ বিহারে পারিবারিক মিলন মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শিশির পারিয়াল, কমল চক্রবর্তী অলক এবং ধীমান কুমার দের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত অত্র মিলন মেলায় চট্টগ্রাম ও ঢাকা সহ দেশের অন্যান জেলা শহর হতে বন্ধুরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে উপস্থিত শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির নব নির্বাচিত দপ্তর সম্পাদক বেল্টন কান্তি নাথ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বিজন কান্তি নাথ এবং শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ, চট্টগ্রাম মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক শিশির পারিয়াল ও সহ শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক সুমন কান্তি মল্লিক কে বিশেষ ফুলেল সম্মাননা প্রদান করা হয়। দিন ব্যাপী অনুষ্ঠানমালার শেষে বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করে ভবিষ্যতে আরও অনুষ্ঠান ও জনহিতকর কাজে মিলিত হওয়ার আশাবাদ ব্যক্ত করে অত্র পারিবারিক মিলন মেলার সমাপ্তি ঘোষণা করা হয়।