ক্রীড়া ডেস্ক: বয়স ৩৮ ছুঁলেও থামার নাম নেই লিওনেল মেসির। বরং সময় যত এগোচ্ছে, আর্জেন্টাইন মহাতারকা ততই নিজেকে ছাপিয়ে যাচ্ছেন। মেজর লিগ সকারের (এমএলএস) সর্বশেষ পাঁচ ম্যাচে টানা জোড়া গোল করে নজির গড়েছেন মেসি। সর্বশেষ রবিবার (১৩ জুলাই বাংলাদেশ সময়) ভোরে ন্যাশভিল এসসিকে ২-১ ব্যবধানে হারাতে ইন্টার মায়ামিকে জয়ে টেনে তোলেন তিনিই।এই নিয়ে টানা পাঁচ ম্যাচে জোড়া গোলের কৃতিত্ব দেখালেন এলএমটেন। প্রতিপক্ষের তালিকায় ছিল: মন্ট্রিয়েল, কলম্বাস ক্রু, আবারও মন্ট্রিয়েল, নিউ ইংল্যান্ড রেভ্যুলুশন এবং সর্বশেষ ন্যাশভিল। এমএলএস ইতিহাসে এমন কীর্তি এর আগে আর কেউ গড়েননি।
চলতি এমএলএস মৌসুমে এখন পর্যন্ত ১৬ ম্যাচে ১৫টি গোল করেছেন মেসি, সঙ্গে আছে ৬টি অ্যাসিস্ট। অর্থাৎ ২১টি গোলেই সরাসরি অবদান রেখেছেন তিনি। ইন্টার মায়ামির হয়ে ২০২৩ সালের গ্রীষ্মে যোগ দেওয়ার পর এই নিয়ে ৬৬ ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়াল ৫৫। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার মোট গোল এখন ৮৭২টি।
ন্যাশভিলের বিপক্ষে ম্যাচের ১৭ মিনিটে নিচু ফ্রি-কিক থেকে গোল করে মেসি গড়েছেন আরও একটি রেকর্ড। এটি ছিল ২০১৮ সালের পর তার ৩৫তম ফ্রি-কিক গোল, যা সেই সময়ের মধ্যে স্পট কিক থেকে করা ৩৩ গোলের চেয়েও বেশি। সবমিলিয়ে ফ্রি-কিকে তার গোলসংখ্যা ৬৯, যা বিশ্বের চতুর্থ সর্বোচ্চ।
৬২ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন ন্যাশভিল গোলরক্ষকের ভুলে। গোলরক্ষকের পাস তার পায়ে পড়ে গেলে এক ডিফেন্ডারকে কাটিয়ে সহজেই বল পাঠান জালে। ম্যাচে ন্যাশভিলের হয়ে একমাত্র গোলটি করেন হ্যানি মুখতার। তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি। এই জয়ে এমএলএস ইস্টার্ন কনফারেন্সে মায়ামির অবস্থান এখন ৫ নম্বরে। টানা ষষ্ঠ জয়ে ১৯ ম্যাচে তাদের সংগ্রহ ৩৮ পয়েন্ট। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ২২ ম্যাচে ৪৩।
