৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

এবার ব্রুনেইয়ের জালে গোলউৎসব বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের যুবাদের জয়রথ ছুটছে। নাজমুল হুদা-রিফাত কাজীদের রথের চাকায় গুঁড়িয়ে যাচ্ছে প্রতিপক্ষরা। এতটাই যে বাংলাদেশের যুবাদের সামনে দাঁড়ানোর কোনো উপায়ই খুঁজে পাচ্ছেন না প্রতিপক্ষের ডিফেন্ডাররা।অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ের স্কোরকার্ড তেমনি জানাচ্ছে।সেই ধারাবাহিকতায় আজ ব্রুনেইকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। চীনের ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টারের দুই অর্ধে সমান ৪ টি করে গোল পেয়েছেন নাজমুল-অপু রহমানরা।গোলউৎসবের শুরুটা হয় ম্যাচের ১৩ মিনিটে। অধিনায়ক নাজমুলের পাসে বলকে জালে জড়ান অপু।২৩ মিনিটে একক ণৈপুন্যের ঝলক দেখিয়ে ব্যবধান দ্বিগুণ করেন রিফাত, প্রতিপক্ষের দুজন ডিফেন্ডরাকে বিট করে। বিরতিতে যাওয়ার আগে তৃতীয় ও চতুর্থ গোল করেন নাজমুল ও মোহাম্মদ মানিক। এতে ৪-০ গোলে এগিয়ে জয়ের কাজটা প্রথমার্ধে করে রাখে বাংলাদেশ।তাতেও যেন মন ভরছিল না বাংলাদেশের।
তাই তো দ্বিতীয়ার্ধে আবারো জালের নেশায় মত্ত হলো তারা। ৪৯ মিনিটে দলের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোল করেন অপু। সতীর্থর জোড়া গোলের দৃশ্য দেখে পিছিয়ে থাকতে যেন চাইলেন না রিফাত। ৭৩ মিনিটে তাই নিজের জোড়া গোলও পূর্ণ করলেন তিনি।৭৫ মিনিটে করা আলিফ রহমানের বিপরীতে ব্রুনেইয়ের জালে শেষ পেরেক মারেন বায়েজিদ বোস্তামি।৭৯ মিনিটে গোলটি করেন তিনি। ৮-০ গোলে মাঠ ছাড়ার আগে পূর্ব তিমুরকে ৫-০ ব্যবধানে উড়িয়ে বাছাইপর্ব শুরু করেছিল গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা।

আরও পড়ুন